নেশার টেবিল
শা হী নু ল — ই স লা ম
“”””””””””””””””””””””””””””””””””
একপ্রহর ঘুমানোর মতো একমুঠো মাটি নেই, সম্বল!
এদিক থেকে ওদিক ঘুরতে পারিনা অসুখ ব্যর্থতায়, মনে হয় শূন্যতায় পরে যাবো!
সোজা হয়ে দাঁড়াতে পারিনা আকাশে হোঁচট খায় ব্যর্থ মাথা!
কী করে ঘুড়ি উড়াবো। বল?
যার কোন আকাশ নেই, যার কোন জমিন নেই,
নেই একটান সুস্থ বাতাস।
তার ঘুড়ি বানানোর স্বপ্নটাই বেলুনফাটা কৌতূহল!
কার না থাকে — গাড়ি বাড়ি, নারীর নেশা।
আমার কোন অপদার্থ নেশা নেই, নারী কিংবা টাকা!
যে নেশার নেশায় হেলদোল মন,
সে চারকোণা টেবিল, স্বার্থপর আপনজন!
তবুও ঢের প্রতিজ্ঞা প্রতিক্ষা, প্রেম!
কেউ কী আছো ছাদহীন অম্বর দেবে?
আমি আগুনের সাগর শুষে —
প্রিয়তমাকে দেবো প্রার্থনালয় মন্দির…