।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের সুপ্রতিষ্ঠিত শিক্ষক মরহুম আব্দুর রহমান মাস্টারের সহধর্মিণী মোসা: আকিমা বিবি ০২/১০/২০২১ রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেন।
তিনি ছিলেন গ্রামীণ নিভৃতচারী একজন মহিলা সমাজসেবিকা। মরহুমার হাত ধরেই কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কামারখোলা ফোরকানিয়া মাদ্রাসা, কামারখোলা পশ্চিম পাড়া জামে মসজিদ ও পানিপাড়া সিনিয়র আলীম মাদ্রাসায় প্রায় ১৫০ শতক জমি দান করেন।
মরহুমা আকিমা বিবির মৃত্যুতে কামারখোলাবাসি গভীর ভাবে শোকাহত।