ঠিকানা টা দিতে পারবে?
– লতিফুর রহমান প্রামানিক রংপুর থেকে।
তোমার বাড়ির ঠিকানা টা দিও তো ঠিকঠাক।
যেন খুঁজে নিতে পারি অনায়াসে।
বাড়ির কাছাকাছি আছে কোন তালগাছ?
পুরানা মন্দির, কিংবা শের শাহ র আমলের মসজিদ?
বাড়ির পাশ দিয়ে যদি বয়ে যায় নদী,
তাহলে তো কথাই নেই।
তার পাড় দিয়ে চলতে চলতে তোমার বাড়ি।
তোমার এলাকায় পা পড়েনি কখনো,
পথ ঘাট, মানুষ গুলো অচেনা।
তুমি ঠিকানা টা দিও তো ঠিকঠাক,
রাস্তা আর বাড়ির নম্বর টা ভুল হলে কিন্তু,
বড় এলোমেলো হয়ে যাবো।
কোন বাড়িতে তুমি ঘুমিয়ে আছ, কিভাবে বুজব?
তুমি ঠিকানা টা দিও তো ঠিকঠাক,
ভাজ্ঞিস গুগল টা বড্ড বাড়ি চেনে,
এ ক দিনে সে আমায় কত চিনিয়েছে জানো?
তোমার শহরের সব অলিগলি,
একটা বড় পুকুর আছে তাইনা?
পুরাতন এক কালীমন্দির?
শত বছরের বুড়ো একটা বট গাছ।
সান বাধা একটা বিশাল মোড়।
তার পাশ দিয়ে একটা সোজা রাস্তা।
গুগল এর সাথে এখন রোজ রোজ বসি,
শহর টা এখন চোখের সামনে মুখস্তের মতো,
আবছা আবছা দেখি দুটো তালগাছ,
তুমি ত বলেছ সেটা নাকি নারিকেল।
এদুয়ের ভিতরে, আটকে আছি,
তুমি বাড়ির ঠিকানা টা বলে দাও ঠিকঠাক।