আমাদের দেশের মানুষের মাঝে জাতীয়তাবাদ খুবই কম। নেই বললেই চলে।
আমরা দেশপ্রেমটা শুধু নিজ নিজ স্বার্থ হাসিলের জন্য দেখাই।
জাতীয়তাবাদ কাকে বলে তা জানতে চাইলে আমাদের পাশের দেশ ভারতীয় নাগরিকদের দেখুন।
এরা নিজ দেশের স্বার্থের বিপরীতে কোনো কাজ করবে না।
এরা নিজেরা নিজেদের মাঝে তুমুল ধন্দ লেগে থাকে।
এক স্টেট অন্য স্টেটের বিরুদ্ধে লেগে থেকে।
অথচ ভীনদেশী কেউ যদি বলে তোর দেশ এটা / সেটা মোট কথা ভীনদেশীদের কাছে এদের দেশ মহান, দুনিয়াতে একটাও নেই।
ভীনদেশী কাউকে এদের দেশ নিয়ে কিছু বললেই জ্বলে উঠবে তেলে বেগুনে।
আপনি জাতীয়তাবাদ দেখবেন চাইনিজদের দেখুন।
জাতীয়তাবাদ দেখলে তুর্কী কে দেখুন।
অথচ আমরা?
আমরা সুযোগ পেলে পারিনা দেশটাকে বিক্রি করে দেই।
আমরা সুযোগ না পেলে দেশের ১৪ গুষ্টি উদ্ধার করি।
আমরা জাতীয় সংগীতে পাঠ করিঃ
মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন,
ও মা আমি নয়ন জ্বলে ভাসি সোনার বাংলা……
অথচ??
আমরা ভীনদেশে বসে বসে নিজ দেশের বদমান করে বেড়াই।
আচ্ছা যেহেতু বাংলাদেশ আমাদের জন্মভূমি, সে হিসেবে এটি আমাদের মা।
আমরা কিভাবে ভীনদেশীদের কাছে নিজের মায়ের বদনাম নিজেরা করি?
আচ্ছা আপনার নিজ মা যদি কোনো অন্যায়/ভুল করে তাহলে আপনি কি পারবেন অন্য পাড়া বা বাহিরের মানুষের কাছে আপনার নিজ মায়ের নামে বদনাম করতে? নিজ মায়ের দোষ মানুষের কাছে বলে বেড়াতে?
আসুন আমরা দেশকে ভালোবাসি।
দেশের জন্য কিছু করি।
আর যদি কিছুই করতে না পারি তাহলে, অন্তত ভীনদেশীদের কাছে নিজ দেশের বদনাম না করি।
শাহ সুমন
মালদ্বীপ প্রবাসী