।।নিজস্ব প্রতিনিধি।।
আজ রোজ মঙ্গলবার ২৬ অক্টোবর, চান্দিনা সমবায় করপোর্রেট শাখা, জনতা ব্যাংক লিমিটেড এর পরিদর্শন করেন কুমিল্লা বিভাগীয় কার্যালয় জনতা ব্যাংক লিমিটেড এর নবাগত জিএম, মিজানুর রহমান, ডিজিএম ইনচার্জ,বিভাগীয় কার্যালয়,কুমিল্লা।
জনতা ব্যাংক লিমিটেড, চান্দিনা সমবায় কর্পোরেট শাখা ব্যবস্থাপক ইনচার্জ ও সভাপতি বঙ্গবন্ধু পরিষদ মোঃ সারওয়ার আলম জিএম মিজানুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শন কালে জিএম মহোদয় পরিচিত সভায় সংক্ষিপ্ত ভাবে আলোচনা ও পরিচয় হন শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে। তাঁরা হলেন মোঃ খলিলুর রহমান,প্রিন্সিপাল অফিসার, জেবিএল,চান্দিনা মোঃ সাহিদুজ্জামান, সিনিয়র অফিসার, জেবিএল,চান্দিনা মোঃ তানভীর আহমেদ সিনিয়র অফিসার, জেবিএল,চান্দিনা
মোঃ রকিবুল ইসলাম, সিনিয়র অফিসার,
জেবিএল,চান্দিনা,সুব্রত চন্দ্র দে, সিনিয়র অফিসার,জেবিএল,চান্দিনা শাওন কুমার দাস, অফিসার,জেবিএল,চান্দিনা মোসাঃ রাশেদা ইয়াসমীন অফিসার,জেবিএল,চান্দিনা।
জনতা ব্যাংক লিমিটেড চান্দিনা শাখার অফিস স্টাফ মোঃ সিদ্দিকুর রহমান,মোঃমোজ্জামেল হক,সুবল চন্দ্র দাস শুভ, মোঃ দুলাল হোসেন।
জেবিএল বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা বিভাগীয় কমিটির মিডিয়া উইং এর মুখপাত্র মোঃ খোরশেদ আলম জেনারেল অফিসার, জেবিএল,চান্দিনা উক্ত অনুষ্ঠানের পরিচয় পর্বের সমন্বয়কের ভূমিকা পালন করেন।
জিএম মিজানুর রহমান জনতা ব্যাংক লিমিটেড, চান্দিনা সমবায় কর্পোরেট শাখার ধারাবাহিক সফলতা কামনা করেন।