।।চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লা চান্দিনা উপজেলার ৯নং মাইজখার ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত কামারখোলা গ্রামের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে বিভিন্ন ভাবে জানান দিয়েছেন প্রায় ১৫ জন।
গত ১০ সেপ্টেম্বর জনতার মেম্বার জয়নাল আবেদীন জনু মেম্বার সাহেবের মৃত্যু জনিত কারণে
উক্ত মাইজখার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডটি জনপ্রতিনিধি শূন্য হয়।
এই ওয়ার্ডের উপ-নির্বাচন হতে পারে বলে নিশ্চিত করেছেন কামারখোলা গ্রামের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ইউনুস মিয়া।
এখন পর্যন্ত কামারখোলা গ্রামের যারা যারা সম্ভ্যাব মেম্বার পদপ্রার্থী হবেন বলে জানান দিয়েছেন তাঁরা হলেন মোঃ ওমর ফারুক করিম মেম্বার সাহেবের ভাতিজা, মোঃ কালাম করিম মেম্বার সাহেবের ভাতিজা, মোঃ মোতালেব, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর সাহেবের সু্যোগ্য সন্তান, মোঃ আবুল কাসেম,মোঃ মমিন ও মোঃ শফিক কামারখোলা জর্জ বাড়ির সুযোগ্য উত্তরসুরী, মোঃ আলমাছ মিয়া কামারখোলা বসত আলী পরিবাবের সুযোগ্যা সন্তান, মোঃ অহিদ কামারখোলা গ্রামের সবার আদরের ভাগিনা,মোঃ অলি উল্লাহ মানিক মেম্বার সাহেবের বাড়ির উদীয়মান ফুল টাইম সমাজসেবক,মোঃ বাচ্চু চেয়ারম্যান কামারখোলা কর্মন্দের বাড়ি সুযোগ্য উত্তরসুরী তবে তিনি চেয়ারম্যান নাকি মেম্বার পদপ্রার্থী হবেন এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
সাবেক জয়নাল আবেদীন জনু মেম্বার সাহেবের সু্যোগ্য সন্তান মোঃ আবুল বাসার কে কামারখোলা গ্রামের অনেকেই মেম্বার হিসেবে দেখতে চায়। মোঃ ইউনুস মিয়া কামারখোলা আলহাজ্ব সিরাজুল ইসলাম( সিফত) সাহেবের ভাতিজা পরিচয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া চেয়েছেন।
কামারখোলা পূর্বপাড়ার জিলন ভুইয়ার ভাগিনা মোঃ মিঠু ভূইয়া ও সকলের দোয়া প্রার্থী মেম্বার পদের জন্য তিনিও লড়বেন আগামী স্থানীয় সরকার নির্বচানে।
এদিকে ডজন খানেক যোগ্য ও অযোগ্য প্রার্থীর প্রচার প্রসারনা দেখে কামারখোলা গ্রামের একযাক যুবক নিরভ প্রতিবাদ হিসেবে মোঃ মফিজুল ইসলাম ভূইয়ার সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে পোস্টার করেছেন যা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
তাদের একজন মোঃ শাহেদ প্রবাসী জানান কামারখোলা গ্রামে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীর বাম্পার ফলন হয়েছে তবে ফলনের পরিপক্বতার জন্য কামারখোলা গ্রামবাসী সকলে মিলে একক প্রার্থী দিলে ফসল কামারখোলার ঘরে উঠবে নতুবা এই বাম্পার ফলন চলে যাবে অন্য গ্রামের কোন এক ঘরে।