চান্দিনা উপজেলায় পরিচ্ছন্ন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বিডি ক্লিন চান্দিনা টীম।
Shah Sumon
আপডেট সময়:
Thursday, August 13, 2020,
339 বার পড়া হয়েছে
মেয়র মহাদয়ের সাথে চান্দিনা বিডি ক্লিন টিম
গাছ আমার বন্ধু, গাছে আমার আশ্রয়
গাছের সাথে ঘর করেছি, করেছি এক সুস্থ শহর।
কথাটি যদি বাস্তব রুপ পেয়ে বাস্তবায়িত হতো!!
কেমন লাগতো?
হ্যাঁ সেই লক্ষ্য ও পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে বিডিক্লিন কুমিল্লা এর সক্রিয় উপজেলা টিম বিডি ক্লিন চান্দিনা।
রাস্তায় চলাচলে, দূরপাল্লার যাত্রায় দেখে থাকি প্রায় অনেক স্থানে মহাসড়কের পাশে আবর্জনার স্তুপ নাক বন্ধ করেই পার হতে হয় সে স্থান, দেশের এত সুন্দর মহাসড়কের পাশে এ ময়লার স্তুপ করে তুলছে নোংরা পরিবেশ, গড়ে তুলছে জীবণু, দুর্গন্ধ।
তেমনই একটি স্থান চান্দিনা উপজেলার বাস স্টেশনের পাশে, দীর্ঘ ৩০০ ফুট লম্বা ও ৩ ফুট উচ্চতার ময়লার স্তুপে নোংরা ও একটি দুর্গন্ধ যুক্ত স্থান হয়ে উঠেছিলো চান্দিনা উপজেলার বাস স্টেশন ও শিশুপার্ক এরিয়াটি।
বিডি ক্লিন চান্দিনা উপজেলা টিমের কঠোর পরিশ্রম ও চান্দিনা পৌরসভার মেয়র মহোদয় জনাব মফিজুল ইসলাম স্যার এর সার্বিক সহযোগিতায় সে স্থানটি আজ রুপান্তরিত হয়েছে একটি পরিচ্ছন্ন বাগানে।
চান্দিনা উপজেলার সে নোংরা স্থানটি পরিচ্ছন্ন করে, সেখানে রোপণ করা হয়েছে বনজ ফলজ এবং ঔষধি ৩০০+ চারা গাছ, যার মাধ্যমে দীর্ঘ সে দুর্গন্ধ যুক্ত স্থানটি আজ ফুটে উঠেছে সবুজায়নে।
মেয়র জনাব মফিজুল ইসলাম ও চান্দিনা উপজেলা পুলিশ পরিবর্ষকের সাথে বিডি ক্লিন টিম।
উক্ত পরিচ্ছন্ন বাগানের কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযানে উপস্থিত ছিলেনঃ
জনাব মফিজুলইসলাম, মেয়র, চান্দিনা পৌরসভা
শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, পুলিশ পরিদর্শক (তদন্ত) চান্দিনা থানা