মুজিববর্ষ উপলক্ষে আজ ২৩ আগস্ট চান্দিনার বাতাঘাসি ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক চারা গাছ লাগানো হয়। এর আগে মাইজখার ও মহিচাইল ইউনিয়নেও প্রায় তিন শত ফলজ ও কাঠের বৃক্ষ রোপন করা হয়েছে। এই ভাবে পর্যায়ক্রমে চান্দিনা উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের দ্বারা ১২ টি ইউনিয়নে প্রফেসর মেজর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও এর পক্ষ হতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষে আরও বাকী ইউনিয়নে ধারাবাহিক ভাবে এই বৃক্ষ রোপন কর্মসূচি চলমান থাকবে বলে,ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সিনিয়র সহ- সভাপতি মোঃ খোরশেদ আলম (বিএসসি) সংবাদ কর্মীকে নিশ্চয়তা দিয়েছেন।
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও পক্ষ থেকে ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ভূঁইয়া চান্দিনার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করার উদ্যোগ গ্রহন করে।
ছাত্রকল্যাণ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অবগত করে ও উক্ত ইউনিয়নের ছাত্রদের নিয়ে শরীফুল ইসলাম ভূঁইয়া আজ ২৩ আগস্ট প্রাথমিক পর্যায়ে বাতাঘাসি ইউনিয়নের মোহনপুর হাফেজী মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে।
শরীফুলের সাথে কথা বলে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক ভাবে চান্দিনার অন্যান্য ইউনিয়নেও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করার ইচ্ছা আছে।এই বৃক্ষ রোপন কর্মসূচিতে সার্বিক ভাবে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন চান্দিনার গর্ব সারা বাংলাদেশের অতি পরিচিত মুখ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর মেজর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও ।তার এমন মহৎ উদ্যোগ কে দিকনির্দেশনা প্রদান করায় চান্দিনার সকল ছাত্র জনতার পক্ষ হতে আজকের বৃক্ষ রোপন কর্মসূচির নেতৃত্ব দাতা মোঃ শরীফ ইসলাম, সাবেক সাধারন সম্পাদক, ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতি,ঢাকা,নাজমুল কলিমউল্লাহ স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।