।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা ৭ চান্দিনা উপজেলার সংসদীয় আসন শূন্য হওয়ার কারণে যে উপ নির্বাচন হবে তাতে একক প্রার্থী দিবে কামারখোলা গ্রাম।
মনোনয়ন প্রত্যাশী কয়েকজন বলেন, বিগত মেম্বার উপ-ইলেকশান ২০২১ এর অভিজ্ঞতার কারণে সারা কামারখোলা গ্রাম হতে একক প্রার্থী দেওয়া হবে।
তবে একাধিক সূত্র জানান একক প্রার্থী দেওয়ার ব্যাপারে এখনও কোন চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি গ্রামবাসী।
অচিরেই গ্রাম সংসদ এই বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে নিশ্চিত করেছে, সংশ্লিষ্ট সূত্র।
বিঃদ্রঃ ইহা একটি ব্যঙ্গ বিদ্রুপ সংবাদ,শোকের মাতোমে শোকাহত চান্দিনাবাসী। শয়তানের দল নৌকার মাঝি বানাতে ব্যস্ত।