হেফাজতে ইসলামীর ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেপ্তার হওয়া মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবিতে সুন্নি ঐক্য পরিষদের আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত চান্দিনা শাখার নেতৃবৃন্দ।
পূর্ব ঘোষিত এই সমাবেশে অংশ নিতে আজ সকালে চান্দিনা থেকে কয়েকটি মাক্রোবাস যোগে নারায়ণগঞ্জ এর পথে রওনা হয়।
তাদের এই অংশগ্রহণে আর্থিকভাবে সহযোগিতা করেছে পানিপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক ও প্রবাসী ছাত্র কল্যাণ পরিষদ।
সিনিয়র আলিম মাদ্রাসা সাবেক ও প্রবাসী ছাত্র কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক ছাত্র সংঘঠন।
২০১৮ সালের শেষের দিকে সংঘঠনটির পথ চলা শুরু হয়। এর পর থেকে অত্র এলাকায় শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন সমাজ সেবা ও ইসলামিক কাজে অংশগ্রহণ করে থাকে। করোনা কালীন সময়ে পানিপাড়া আলিম মাদ্রাসার গরিব ও অসহায় শিক্ষাত্রীদের মাঝে ঈদ উপহার প্রদান করেছে।
এছাড়াও প্ৰতিবছর গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, ছাত্রছাত্রীদের পাঞ্জাবি ও বোরখা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় আহলে সুন্নাত চান্দিনা উপজেলা শাখার পাশে দাঁড়িয়েছে সংগঠিনটি।
সংগঠনটির উপদেষ্ঠা হিসেবে রয়েছেন পানিপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মফিজুল ইসলাম সাহেব।
পরিচালনায় আছেন অত্র মাদ্রাসার সাবেক ছাত্র মুহাম্মদ উল্লাহ ও কাউসার আহমদ।
এছাড়াও মূল পর্ষদে রয়েছেন জুবাইর আহমদ ( সিঙ্গাপুর ) , ফয়েজুল্লাহ বাহরাইন, হাসান -ওমান , কামরুল -ওমান, মোয়াজ্জেম হুসেইন – মালদ্বীপ প্রবাসী ও অন্যান্যরা।