।।নিজস্ব প্রতিনিধি।।
চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের প্রবীন আওয়ামী লীগ নেতা রৌশন আলী অদ্য দুপুর ১২ ঘটিকায় করতলা টু রামমোহন বাজার সড়কে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন।
বর্তমানে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন।প্রবীণ এই আওয়ামীলীগ নেতা শারীরিক চর্চা করার জন্য রাস্তায় হাটতে ছিলেন।পিছন থেকে অটোরিকশা ধাক্কা মারলে রাস্তায় পরে মাথায় মারাত্মক জগম হয়।
শারীরিকভাবে অসুস্থ থাকায় সড়ক দুর্ঘটায় আহত রৌশন আলী মৃত্যুর সাথে লড়াই করছেন।
চান্দিনার সংসদ সদস্য প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্ত, তাহার চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নিচ্ছেন ও আর্থিক সাহায্যের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন।