।।নিজস্ব প্রতিনিধি।।
চান্দিনার কামারখোলা গ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী মসজিদ কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স মসজিদ কমিটি, মসজিদ সংলগ্ন পুকুর মাটি দিয়ে ভরাটের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
মসজিদটির বর্তমান কমিটির প্রতিনিধিরা বিশেষ মিটিং এর আয়োজন করেন। বিশেষ মিটিং এ উপস্থিত ছিলেন জজ ডক্টর আবুল হাসনাত, মসজিদ কমিটির প্রধান উপদেষ্টাসহ, উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ ইমরান বিন ইউসুফ, আয়কর পরির্শক, দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মোঃ নুরুল ইসলাম, প্রভাষক মোঃ ওসমান গণি, ব্যবসায়ী মোঃ মাসুম বিল্লাহ সুমন।
বিশেষ মিটিং এ উপস্থিত সকলে মসজিদ সংলগ্ন পুকুর ভরাট করে সামাজিক কাজে ব্যবহারের বিষয় আলোচনা করেন।যেমনঃ
১। মসজিদ সংলগ্ন গভীর পুকুর থাকায় ১০০ ফুট উচ্চতা সম্পন্ন মিনারা মসজিদটির কাঠামোগত ভিত্তি দুর্বল হয়ে যাওয়ার দুশ্চিন্তা রয়েছে। তা থেকে রক্ষা পাওয়া।
২। ছোট পরিসরে হেবজা খানা/ হাফিজি মাদ্রাসা চালু করার প্রয়োজনে মসজিদ সংলগ্ন পুকুর ভরাট প্রয়োজনীয়।
৩। মসজিদ সংলগ্ন কবরস্থানে কবরস্থ করার অথবা আশে পাশের পারিবারিক কবরস্থানে কবরস্থ করার নিমিত্তে মহিলা ও শিশু বাচ্চার জানাজার নামাজের জন্য ভরাটকৃত জায়গার ব্যবহার।
৪। মাসিক মাহফিলের জন্য পুকুরের ভরাটকৃত জায়গার ব্যবহার
৫। ভবিষ্যতে ইদগা ময়দান হিসেবে ভরাটকৃত জায়গার ব্যবহার
এছাড়াও সামাজিক প্রয়োজনে মসজিদ ও সংলগ্ন কবরস্থানের পবিত্রা রক্ষা করে সমাজ কর্তৃক নির্ধারিত সামাজিক যে কোন অনুষ্ঠান ভরাট কৃত জায়গায় আয়োজন করা
০৭/০৩/২০২১