।।চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ০৯নং মাইজখার ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থিত কামারখোলা নিবাসী সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি জনাব আঃ রহমান মাস্টার (মেম্বার ) সাহেব ২০১১ সালের ডিসেম্বর মাসে পরলোকগমন করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মরহুমের এই ৯ম প্রয়াণদিবস উপলক্ষে আজ বাদ জুম্মা কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
তাঁরপরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী শুভ্যানুধ্যায়ীদের পক্ষ থেকে সবার নিকট দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন আল্লাহ যেনো তাঁকে জান্নাত নসিব করেন— আমিন।
সৌজন্যে, এমরান বিন ইউসুফ
সাইফুল ইসলাম সোহেল ও মোঃ মহসীন
মরহুমের সুযোগ্য নাতি ত্রয়।