।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কামারখোলা গ্রাম সহ বিভিন্ন গ্রামে টমেটোর বাম্পার ফলন ও ভাল দাম থাকায় কৃষক-কৃষানিদের মূখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূল থাকায় জেলার চান্দিনা উপজেলা কামারখোলা সহ বিভিন্ন গ্রামে হাইব্রিট জাতের টমেটোর বাম্পার ফলনসহ বাজারে ব্যাপক চাহিদা থাকায় চাষিরা লাভবান হচ্ছেন।
আজ ০২/২/২০২২, বুধবার সকালে সরেজমিনে কামারখোলা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা চলতি মৌসুমে কোন জমি আর পতিত নেই বিস্তৃর্ণ জমিতে কৃষক-কৃষানীরা টমেটোর গাছের পরিচর্যা করছেন।
আবার অনেকে গাছের টমেটো তুলতে ব্যস্ত সময় পাড় করছেন।অধিক লাভের আশায় প্রান্তিক চাষিরা আগাম হাইব্রিট জাতের টমেটোর চাষ করছেন। শীত মৌসুমে আগাম টমেটো চাষে নানা মূখী ঝুঁকি থাকলেও জেলা ও উপজেলা কৃষি বিভাগের পরামর্শে চাষিরা বিভিন্ন গ্রাম এলাকায় টমেটোর চাষাবাদ করেছে। যেসকল চাষির নিজস্ব জমি-জমা নেই তারাও অন্যের জমি লিজ নিয়ে টমেটোর চাষাবাদ করে জীবন-জীবিকা নির্বাহ করছেন।
এ বছর লাভ জনক ফসল টমেটোর বাম্পার ফলনের পাশাপাশি ভাল দাম থাকায় আগাম টমেটো বিক্রি করে কৃষকদের বদলে দিয়েছে নিজের ভাগ্যের চাকা। প্রতিদিন কুমিল্লার জেলা শহরসহ পাশ্ববর্তী জেলা নোয়াখালী, চাঁদপুর থেকে পাইকাররা চান্দিনার কামারখোলা সহ বিভিন্ন গ্রামে এসে প্রান্তিক চাষিদের কাছে পাইকারী মূল্যে ৮০০ থেকে ৮৫০ টাকা মন প্রতি টমেটো ক্রয় করছেন।
চান্দিনা উপজেলার কামারখোলা গ্রামে টমেটো চাষি প্রভাষক ওসমান গনি ও শাওন প্রতিবেদকে জানান, তারা দুই জনেই বিগত ৫ থেকে ১০ বছর ধরে টমেটোর চাষ করেছেন। এক বিঘা জমিতে টমেটোর চাষাবাদ করতে খরচ হয় ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। ভাল ফলন ও দাম ভাল থাকলে খরচ বাদে ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা আয় করা সম্ভব। এ বছর তারা প্রত্যেকেই প্রায় এক বিঘা জমিতে টমেটোর চাষাবাদ করেছে। তারা আরও জানান ফলন ভাল হলেই প্রতি বিঘা প্রতি টমেটো ১২০ থেকে ১৩০ মন পর্যন্ত আসে। সব মিলিয়ে এবছর টমেটোর বাম্পার ফলন ও ভাল দাম পাওয়া আমরা খুশি।
কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার পাট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষিবিদ জাকির হোসেন ,এ বছর চান্দিনা উপজেলায় ২০০ হেক্টর জমিতে টমেটো চাষাবাদ হয়েছে জেলা-উপজেলার কৃষি অফিসের পরামর্শ ও আবহাওয়া অনুকুল থাকায় এ গত বছর টমেটোর বাম্পার ফলন হয়েছে । ভাল দাম থাকায় কৃষকরা লাভবান হচ্ছে। এছাড়াও টমেটো চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদেরকে প্রশিক্ষন দেওয়ায় চলতি মৌসুমে যতেষ্ট সাফল্য অর্জিত হয়েছে।