।।চান্দিনা প্রতিনিধি।।
চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা টু রামমোহন বাজার রাস্তার কামারখোলা অংশের চুঙ্গীর মুখে বিশাল সুড়ঙ্গ যার কারণে আজ ৩১/০৫/২০২১, সোমবার বিকালে এক সাইকেল আরোহী সড়ক দুর্ঘটনার শিকাড়। স্থানীয় লোকজন হতে জানা যায় প্রতিদিন দুই একটি দুর্ঘটনা এই রাস্তার সুড়ঙ্গের কারণে হচ্ছে। বিশেষ করে রাত্রি বেলায় বড় বড় ট্রাক ও পিক আপ ভেন এর চাকা সুড়ঙ্গের গর্তে ঢুকে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন সুফল পাওয়া যায়নি।
ইউনিয়ন পরিষদের বরাত দিয়ে স্থানীয় জনগণ জানান ইহা ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্যের বাহিরে।
গুরত্বপূর্ণ এই সড়কের এমন বিপজ্জনক সুড়ঙ্গ নিয়ে আর কত দিন অতিবাহিত হবে,নাকি স্থানীয় প্রশাসন দুর্ঘটনার শিকার হয়ে তাজা প্রাণজড়ার অপেক্ষায়।
স্থানীয় ভুক্তভোগীর দাবি যথাযত কর্তৃপক্ষের নিকট অচিরেই রাস্তার মধ্যবর্তী এই সুড়ঙ্গটি মেরামত করা হোক।