কামারখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বর্তমানে পটনই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষাগুরু জনাব মো: আবদুল খালেক স্যার শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত এবং একটি কিডনি প্রায় অচল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় অর্থনৈতিকভাবে খুবই নাজুক অবস্থায় আছেন। স্যারের অসুস্থতার কথা শুনে আয়কর কর্মকর্তা বন্ধু Emran Khan (মো:এমরান বিন ইউসুফইউসু) এর উদ্যোগে কামারখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদেরকে সহযোগিতা করার আহবান জানান। বন্ধু এমরানের আহবনে দেশ বিদেশে অবস্থানরত অত্র বিদ্যালয়ের প্রাক্তন কয়েকজন ছাত্র ব্যাপক সাড়া দেয়। আজ তাদের প্রতিনিধি হিসেবে আমরা কয়েকজন স্যারকে দেখেতে যাই এবং কিছু আর্থিক সহযোগিতা প্রদান করি (৮৬ হাজার taka )। এ সময়ে আরো উপস্থিত ছিলেন আমাদের আরেক শিক্ষা গুরু জনাব মো: জাহাঙ্গীর হোসেন স্যার, সহকারী শিক্ষক কামারখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাতা সদস্য। জনাব খালেক স্যার আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অনেক শ্রম দিয়েছেন। তাছাড়া কামারখোলা গ্রামের স্বনামধন্য ব্যক্তি ও শিক্ষানগরী মরহুম মেম্বার আবদুর রহমান মাষ্টার, মরহুম করিম মেম্বার ও মরহুম হাজী এম এ লতিফ সাহেবের সহযোগী থেকে এ গ্রামে শিক্ষা বিস্তারে অনেক ভূমিকা রেখেছেন। তাঁর অবদান ভুলে থাকার মত নয়। ভবিষ্যতে যেকোন অসহায় শিক্ষকের পাশে থাকার ব্যক্ত প্রকাশ করেছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমাজ। আমরা সকলে স্যারের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই Nurul Islam Dider Hossain H
Ahmed Khair Monir Khan কাউসার Abul Hasanat Masum Billah Sumon Redwoan Ahmmed নুরুল ইসলাম ভুইয়া ও আমাদের বন্ধু Md Mizanur Rahman Mizan