।।চান্দিনা প্রতিনিধি।।
কামারখোলা গ্রামের গাউসিয়া ও ছাত্রসেনার উদ্যোগে ইদে মিলাদুন নবী উদযাপন। আজ বৃহস্পতি বার সন্ধ্যায় যথাযত মর্যাদায় কামারখোলা বাবুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় ৬শত মুসল্লীদের উপস্থিতিতে এক মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাও. সাইফুল ইসলাম মানসুরী ও উক্ত মিলাদে সভাপতিত্ব করেন কামারখোলা বাবুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান সভাপতি হাজী মোঃ শাহজাহান।
আজকের এই দিনে হযরত মুহাম্মদ (দঃ) পৃথিবীতে তাসরিফ আনেন। তাই দিনটিকে যথাযথ মর্যাদার সহিত উদযাপন করার লক্ষ্য কামারখোলা গাউসিয়া কমিটি ও ছাত্রসেনা আজকের মিলাদ ও মাহফিলের আয়োজন করে।আগামীকাল রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় কামারখোলা শাহী ইদগা হতে প্রতিবছরের ন্যায় এবারেও হযরত মুহাম্মদ (দঃ) শুভ আগমন উপলক্ষে জসনেজুলুসের রেলি পালন করা হবে। রেলি টি কামারখোলা হতে চান্দিনা পৌরসভায় প্রদক্ষিণ করবে চান্দিনা উপজেলার গাউসিয়া কমিটির বিভিন্ন শাখার সাথে যুক্ত হবে।
কামারখোলা গ্রামের পক্ষ হতে এ উদ্যোগের সাথে অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।