।।চান্দিনা প্রতিনিধি।।
চান্দিনা কামারখোলা গ্রামের ধীরেন্দ্রনাথ দত্ত দাদার বাড়িতে পূজা মন্ডপ পরিদর্শন করেন
কামারখোলা গ্রামের চাকরিজীবী ও প্রবাসী ফোরামের আহ্বায়ক ও দুর্ণীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মোঃ নরুল ইসলাম ও কামারখোলা গ্রামের চাকরিজীবী ও প্রবাসী ফোরামের সদস্য সচিব মোঃ খোরশেদ আলম এম.ফিল গবেষক ও পি এ টু পরীক্ষা নিয়ন্ত্রক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর সহ সাথে ছিলেন কামারখোলা গ্রামের প্রবাসী নুরু,সাহিদুল,রফিক, সম্ভুদত্ত,শামীম সহ প্রমূখ।
পূজা মন্ডপ পরিদর্শনে উক্ত ফোরামের প্রতিনিধিদের নিকট সকল দর্শনার্থী ও পূজা উদযাপন কমিটির মনের দাবী ছিল, চান্দিনার সকল এলাকার রাস্তা ঘাট পাকা সড়ক হলেও কামারখোলা টু এওয়াজবন্ধ রাস্তাটা পাকা করণ হয়নি তাই তাঁরা কামারখোলা গ্রামের চাকরিজীবী ও প্রবাসী ফোরাম এই ব্যপারে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ।
কামারখোলা টু এওয়াজবন্ধ রাস্তা পাকা করনের জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করে কামারখোলা গ্রামের চাকরিজীবী ও প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ ভুক্তভোগীদের সান্ত্বনা প্রদান করেন।