।।নিজস্ব প্রতিনিধি।।
আজ ইদের পূর্বদিন, নাম প্রকাশ না করা শর্তে কামারখোলা যুব সমাজের উদ্যোগে হত দরিদ্র অসহায় পরিবারের মাঝে ইদ উপহার হিসেবে ৩০ টি ব্রয়েলার মুরগী বিতরণ করেন।
এযেন বহমান মানবতার প্রতিচ্ছবির এক অন্যবদ্ধ গ্রাম।কামারখোলায় সমাজ ব্যবস্থায় প্রমাণ করে মানুষ নিজের জন্য নয় আর্তমানবতার সেবায় নিজে বাঁচিয়ে রাখে।
ইদের আনন্দ ধনি গরিব সকলের মাঝে ভাগ করার আনন্দে বিশ্বাসী কামারখোলা যুব সমাজ তথা নয়া সমাজ ব্যবস্থা।