নির্বাচন কমিশন সচিবালয় ও তার আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিন্ম বর্ণিত পদ সমূহে সরাসরি নিয়োগ দিচ্ছে।
- কম্পিউটার অপারেটর ১ একজন – নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিউট।
- সিট লিপিকার কাম – কম্পিউটার অপারেটর ৫ একজন – আঞ্চলিক নির্বাচন অফিস।
- সিট মুদ্রাক্ষরিত কম – কম্পিউটার অপারেটর ৩ একজন – নির্বাচন কমিশন সচিবালয়।
- উচ্চমান সহকারী – ৪ জন – নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট।
- হিসাব সহকারী – ৯ জন – নির্বাচন সচিবালয় কার্যালয়।
- স্টোর কিপার – ১৫ জন – নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়।
- অফিস সহকারী কাম -কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৪০ জন – নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়।
- গাড়ি চালক – ৬ জন – নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়।
- অফিস সহায়ক – ১৭৮ জন – নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়।
- নিরাপত্তা প্রহরী – ৭ জন – নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়।
- পরিচ্ছন্নতা কর্মী – ৫ জন – নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়।
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে নিন্মবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।
- ১/০৮/২০২০ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর এর মধ্যে হতে হবে। তবে প্রতিবন্ধী , মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য বয়স সীমা ৩২ বছর শিথিল যোগ্য। বয়স প্রমানের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণ যোগ্য হবে না।
- সরকারি আধাসরকারি সংস্থায় নিয়োজিত প্রার্থীগণ নিয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করবেন এবং মুখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্র দাখিল করতে হবে।
- নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও কোটা এবং পরিবর্তী (প্রজেজুও ক্ষেত্রে ) বিধিবিধান ও কোটা অনুসরণ করা হবে।
- মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও শিক্ষাগত যুগ্যতার সনদ , বিশেষ কোটা ও প্রশিক্ষণ সনদপত্রের মুল কপি প্রধর্ষণ করতে হবে। ……………. বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন http://ecs.teletalk.com.bd/doc/Advertisement.pdf