কুমিল্লা জেলার বুড়িচিং উপজেলা ও দেবিদ্বার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে আজ।
দুটি উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল থেকে।
দুইটি উপজেলায় নির্বাচনের প্রচারণা ছিলো খুবই জাকজমক ও উত্তেজনা মূলক। সে ক্ষেত্রে তুলনামূলক ভানে দেবিদ্বার উপজেলার প্রচারণা ছিলো খুব বেশি উত্তেজনা মূলক।
প্রচারণা চলাকালে দেবিদ্বার উপজেলা ইউপি নির্বাচনের দুই চেয়ারম্যান পার্থীর মধ্যে সংঘর্ষ এর ঘটনা ঘটেছে জানা গেছে। এতে একজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। এছাড়াও চেয়ারম্যান পার্থীরা একজন অন্যজনের বিরুদ্ধে তুলেছেন বিভিন্ন অভিযোগ।
নির্বাচন অফিস সুত্রে জানা যায় যে দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে ১৪৪টি কেন্দ্রে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে। শান্তি পূর্ণ ভোট চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।
বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নের ১০৩ টি কেন্দ্রেও চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ।