আত্মা মরে যাওয়া।
ঈমানের জোর কমে আসা।
আমলের ঘাটতি।
নাফসের সাথে পেরে না উঠা।
এই কাছাকাছি অনুভূতি-নির্দেশক বাক্যগুলোর সাথে আমরা কমবেশি পরিচিত। মু’মিনের হৃদয়ে যখনই এই ভাবনাটা জাগ্রত হয়, তখন অজানা অস্থিরতা কাজ করে।
‘আমি আগের মতো নাফসকে নিয়ন্ত্রণ করতে পারছিনা কেনো?’ ‘আমার আত্মা আগের মতো প্রশান্ত নয় কেনো?’ ‘আমার স্বাচ্ছন্দ্যপূর্ণ আমলের সোনালি দিন গুলো কোথায় হারিয়ে গেলো?’ ‘আমি এত চাচ্ছি হৃদয়টা সজীব-সতেজ রাখতে পারছি না কেনো?’ ‘আহা! আমি ইবাদতে তৃপ্তি ও আআন্তরিকতা হারিয়ে ফেললাম কিভাবে?’
অনুভূতিটা অনেকটাই Philip James Bailey ‘মতোই: I cannot love as i have loved, And yet i know not why; It is the one great woe of life; To feel all felling die.
হুম….ঠিক? মিলে গেলো? কারন জানেন না, এই তো? উমম…না, না আপনাকে জানা চাই-ই! না জানলে পরিত্রান পাবেন কি করে বলুন?
দেখুন, আব্দুল্লাহ্ ইবন আল—বারাকা [ র.] কি বলেছেন:
আমি দেখলাম, পাপের থাবায় অন্তর হয় মরা :
আত্মগ্লানিও পিছু পিছু তার এসে পড়ে ঠিক তখন।
হৃদয় সজিব হবে তুমি পাপ ছাড়তে পারবে যখন,
তোমার জন্যে কল্যান হবে পাপকে দমন করা।
লেখিকা: অধরা বর্ষা