আত্মহত্যার নান্দীপাঠ
হয়তো ফুরিয়ে যাবে জীবনের আশা
তখন হবেনা আর কোন লেনাদেনা
হয়তো নিভেই যাবে জীবনের বাতি
আমার এ কণ্ঠ আর কেউ শুনবেনা।
হয়তো অকালে হবে যবনিকাপাত
লড়াকু সময়ে তার কী ছিল বারণ
তখন খ্যাতির সব খুলে ধারাপাত
কেন যে এমন হল খোঁজবে কারণ।
নিরাশ সময় নিয়ে যাতনার কাল
ব্যর্থতার বোঝা নিয়ে পিঠ করে কুঁজো
কত আর দেহ মন দিবে তা সামাল
আত্মহত্যায় সে হয়ে যাবে রুজূ।
তখন তোমরা তার বন্ধুবান্ধবেরা
নিহতকে বলবা সে আকাশের তারা!
০৪/০৮/১৯