বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যদিও বছরে মাত্র দুইটি ফসল ফলে , সেখানে কুমিল্লা জেলার চান্দিনা ও তার আশেপাশের উপজেলার চিত্র ভিন্ন। এই মুহূর্তে চান্দিনা উপজেলার প্রতিটি গ্রামের চলছে কৃষকের ব্যস্ত সময়।
প্রায় প্রতিটি কৃষক পরিবার বর্ষার মৌসুমে জন্মানো আউশ ধান ঘরে তুলে ব্যস্ত। এই ধানটি মূলত বর্ষা মৌসুমের আষাঢ় মাসে জন্মায়। তাই এই ধানটির নাম দেওয়া হয়েছে আউশ বা আষাঢ়ী ধান।
এই ধান টি যেমন কৃষক বান্ধব তেমনি পরিবেশ বান্ধব ও বটে। তবে শুধু আষাঢ় মাসেই নয় , বৎসরের পুরো বহরের জুড়ে এই ধান চাষ করা যায়।
এধান জন্মাতে কোনো সেচের পানির প্রয়জন পড়েনা। সাধারণত বর্ষার পানিতেই জন্মায় এইধান।
আমাদের চান্দিনার কৃষক শুধু ধানেই নির্ভর শীল নয়। এছাড়াও চান্দিনাতে জন্মায় মৌসুমী সবজি , শীতকালীন সবজি। তার মধ্যে অন্যতম হচ্ছে: আলু , টমেটু , লাউ , সিম, ফুলকপি বাঁধাকপি , শশা, বেগুন, ধনেপাতা , মূল, গাজর সহ আরো অনেক রকমের সবজি।
চান্দিনাতে উৎপাদিত সবজি গুলু চান্দিনার চাহিদা মিটিয়ে এবং দেশের চাহিদা মিটিয়েও রপ্তানি করা হয় বহির্বিশ্বে।